ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে সকালে তা পাঠ করবে, এরপর সন্ধ্যার পূর্বে যদি সে মারা যায় তবে সে বেহেশতি হবে। আর সন্ধ্যায় পাঠ করার পর সকাল হওয়ার আগেই যদি মারা যায় তবেও সে বেহেশতি হবে।
اَللّٰهُمَّ اَنْتَ رَبِّـيْ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِـيْ وَاَنَا عَبْدُكَ وَاَنَا عَلـٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَاَبُوْءُ لَكَ بِذَنْبِـيْ فَاغْفِرْ لِـيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ
বাংলা অনুবাদ: হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার গোলাম। আমি আমার সাধ্যমতো আপনার সঙ্গে কৃত ওয়াদা পালন করছি। আমি আপনার কাছে আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আশ্রয় চাই। আমার প্রতি আপনার অনুগ্রহের কথা আমি আপনার সামনে স্বীকার করছি। আমার পাপের কথাও আমি আপনার সামনে স্বীকার করছি। তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া গোনাহ ক্ষমা করার তো কেউ নেই।
রেফারেন্স: সহীহ বুখারী, হাদীস ৬৩০৬
ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি এই দুআটি পড়বে, আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।” উল্লেখ্য, ইসতিগফারের উপরোক্ত বাক্যটি পড়ার সাথে সাথে মন থেকে তওবা করাও জরুরি। এ বাক্যটি দিয়ে যদি কেউ আন্তরিকভাবে ইসতিগফার করে, অর্থাৎ নিজের গোনাহ মাফ চায়, তবেই সে উপরোক্ত পুরস্কার লাভ করবে।
أَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِيْ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ القَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ
বাংলা অনুবাদ: আমি আল্লাহ্র নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, তিনি চিরস্থায়ী, সর্বসত্তার ধারক। আর আমি তাঁরই নিকট তওবা করছি।’
রেফারেন্স: [আবূ দাউদ, হাদীস নং ১৫১৭; তিরমিযী, হাদীস নং ৩৫৭৭]
ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুআটি সকালবেলা পড়তেন।
اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
বাংলা অনুবাদ: হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি।
রেফারেন্স: ইবন মাজাহ, নং ৯২৫; ইবনুস সুন্নী, আমালুল ইয়াওমি ওয়াল লায়লাহ, নং ৫৪।
ফজিলত: চারটি বাক্য সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভারী
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ عَدَدَ خَلْقِهٖ وَرِضَا نَفْسِهٖ وَزِنَةَ عَرْشِهٖ وَمِدَادَ كَلِمَاتِهٖ
বাংলা অনুবাদ: আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টির সমান, তার সন্তুষ্টি, তার আরশের ওজনের পরিমাণ ও তার কালেমার (কালির) সংখ্যার পরিমাণ।
রেফারেন্স: সহীহ মুসলিম, হাদীস ২৭২৬
ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার এই দুআ পড়ে, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। উল্লেখ্য, এসব আমলের মাধ্যমে যে গোনাহ মাফের কথা বলা হয়েছে, এ ক্ষেত্রে কেবল সগিরা গোনাহ মাফ হয়। কবিরা গোনাহ মাফ করানোর জন্যে তওবা করা জরুরি।
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ
বাংলা অনুবাদ: আমি আল্লাহর সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করছি
রেফারেন্স: বুখারী, হাদীস নং ৬৪০৫; মুসলিম, হাদীস নং ২৬৯১