সব ক্যাটাগরি

নামাজ (সলাত) সম্পর্কিত দোয়া

ফজিলত: জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে ব্যক্তি আযান শুনে (নিম্নোক্ত) দু’আ পাঠ করে, কিয়ামতের দিন সে আমার শাফা’আত লাভের অধিকারী হবে।

اَللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُوْدًا الَّذِيْ وَعَدْتَهُ

বাংলা অনুবাদ: হে আল্লাহ! এ পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের আপনিই প্রভু, মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ওয়াসীলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাঁকে সে মাকামে মাহমুদে পোঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন

রেফারেন্স: (বুখারী ৬১৪)

ফজিলত: অযুর শুরুতে দুআ

بِسْمِ اللّٰه

বাংলা অনুবাদ: আল্লাহ্‌র নামে (শুরু করছি)।

রেফারেন্স: আবূ দাউদ, নং ১০১; ইবন মাজাহ্‌, নং ৩৯৭; আহমাদ, নং ৯৪১৮। আরও দেখুন, ইরওয়াউল গালীল ১/১২২।

দুআ ১
أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
দুআ ২
اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
দুআ ৩
سُبْحانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

বাংলা অনুবাদ: দুআ-১:
আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।

দুআ-২:
হে আল্লাহ! আপনি আমাকে অধিক পরিমাণে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন।

দুআ-৩:
হে আল্লাহ! আপনার প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিই যে, আপনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তাওবা করছি।

রেফারেন্স: মুসলিম ১/২০৯, নং ২৩৪, তিরমিযী-১/৭৮, নং ৫৫, নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, পৃ. ১৭৩। আরও দেখুন, ইরওয়াউল গালীল, ১/১৩৫, ৩/৯৪।